ঢাকা-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ৫৩ নং ওয়ার্ডের উদ্যোগে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন, ঢাকা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সদস্য সচিব ও শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণ।

566227348_122141638262894350_635696856914734969_n

সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার গ্যাস, পানি, মাদক ও সন্ত্রাস বিষয়ক বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি আশ্বাস দেন, জনগণের সহযোগিতায় এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং ঢাকা-৪ আসনকে একটি নিরাপদ, উন্নত ও সেবামুখী এলাকা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।