ঢাকা-৪ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত যাত্রাবাড়ী ও শ্যামপুর থানার ৫১ নম্বর ওয়ার্ডে পোলিং এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সৈয়দ জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মুহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যাত্রাবাড়ী-শ্যামপুর থানার সম্মানিত আমির জনাব মোঃ জাকির হোসেন।

কর্মশালায় পোলিং এজেন্টদের দায়িত্ব, কর্তব্য ও নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে প্রত্যেক পোলিং এজেন্টকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রশিক্ষিত ও সচেতন পোলিং এজেন্টরাই একটি নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচনের অন্যতম ভিত্তি।